ভার্মি কম্পোস্ট সার;কেঁচো সার বিক্রি
কেঁচো কম্পোস্ট সারের উপকারিতাঃ উৎপাদন ও ফসলের গুণাগুণ বৃদ্ধি পায়। তুলনামূলকভাবে উৎকৃষ্ট ও বড় আকারের ফল বা সবজি পাওয়া যায়। মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায়, ফলে কেঁচো সার ব্যবহারে সেচের পানি কম লাগে। ক্ষারীয় লবণাক্ত মাটিতেও চাষাবাদ সম্ভব। রোগ ও পোকামাকড়ের উপদ্রব কম হয়। জমিতে আগাছার ঝামেলা কম হয়। ফসলের বীজের অংকুরোদগম ক্ষমতা বাড়ে। অধিক কুশি, অধিক ছড়া ও দানা গঠন হয়। মাটির বুনট উন্নত হয়। রাসায়নিক সারের চাইতে খরচ অনেক কম হয়। পরিবেশ দূষণমুক্ত থাকে।
ওডার করবেন যেভাবেঃ কুরিয়ারে মাধ্যমে সারাদেশে নিতে পারবেন । কুরিয়ার চার্জ ক্রেতা বহন করবে । নিদিষ্ট পরিমাণ টাকা অগ্রিম বিকাশে পরিশোধ করে ওডার কনফার্ম করতে হবে।বাকি টাকা কুরিয়ারে দিয়ে সার উঠায়৷ নিবেন। ওডার কনফার্মের ৪৮ ঘন্টা মাঝে সার পাবেন।
বিঃদ্রঃ ৫০ কেজি সর্বনিম্ন ওডার করতে পারবেন এবং সারে দাম ফিক্স।
সারের জন্য দ্রুত যোগাযোগ করুন, ধন্যবাদ