Sob Banner-New
চট্টগ্রাম সীতাকুণ্ডের মাদামবিবির হাট চেয়ারম্যান ঘাটায় সাজানো রং-বেরঙের লোহার সিঁড়ি বিক্রি করা হয়।
POPULAR
On Call

চট্টগ্রাম সীতাকুণ্ডের মাদামবিবির হাট চেয়ারম্যান ঘাটায় সারি সারি সাজানো রং-বেরঙের লোহার সিঁড়ি বিক্রি করা হয়।

পুরাতন জাহাজের সিঁড়ির বাজার
চট্টগ্রাম সীতাকুণ্ডের মাদামবিবির হাট চেয়ারম্যান ঘাটায় সারি সারি সাজানো রং-বেরঙের লোহার সিঁড়ি।
কোনোটা প্যাঁচানো, কোনোটা লম্বা।
সীতাকুণ্ডের মাদামবিবিরহাট চেয়ারম্যান ঘাটা মেঘনা ব্যাংকের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম
প্রথম ধরনের সিঁড়ি সরাসরি জাহাজ থেকে সংগ্রহ করা,
দ্বিতীয় ধরনের সিঁড়ি গ্রাহকের চাহিদা অনুসারে জাহাজের লোহা ও লোহার পাত দিয়ে নতুন করে তৈরি করা হয়।
এসব সিঁড়ি কোথায় ব্যবহার হয় জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, বসতবাড়ি, দোকান, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এসব সিঁড়ির চাহিদা রয়েছে। বিশেষ করে যেখানে অল্প জায়গায় দোতলা ঘর তৈরি হয় সেখানে এসব সিঁড়ি বেশি ব্যবহার হয়।
এই সিড়ি গুলো ফিট হিসাবে বিক্রি করা হয় এবং আপনার যে সাইজের সিঁড়ি লাগবে, সেই সাইজের সিঁড়ি কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারবেন।
হানিফ মোবাইল – ০১৮১৪-৯০৭১৩২

Overview

Mustard oil
Translate »